বাংলা

দেহঘড়ি পর্ব-৯-China Radio International

criPublished: 2021-03-19 17:14:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##সুখবর: প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বেড়েছে বাংলাদেশে

প্রজনন স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের নারীদের মাঝে সচেতনতা বেড়েছে। শুধু শহরাঞ্চলেই নয়, প্রত্যন্ত গ্রামেও কিশোর-কিশোরীদের মধ্যে বেড়েছে এ সংক্রান্ত সচেতনতা। এখন অনেক কিশোরীই স্থানীয় স্বাস্থ্যকর্মী কিংবা ফার্মেসি থেকে স্যানেটারি ন্যাপকিনসহ তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশজুড়ে মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। নারীদের স্বাস্থ্য সচেতনতার ফলে এখন মা ও শিশুর মৃত্যু হারও কমেছে; বেড়েছে গড় আয়ু।

মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা নিয়ে সম্প্রতি প্রকাশিত সরকারের এক জরিপে দেখা গেছে, ১৫ থেকে ৪৯ বছর বয়সে নারীদের ১৩ ভাগ মৃত্যু হয় সন্তান জন্ম দেয়ার সময়। মায়েদের প্রতি অবহেলা ও অবজ্ঞার কারণেই এ মৃত্যু হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ মৃত্যুর হার আগের বছরগুলোর চেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ব্র্যাক আয়োজিত এসআরএইচআর-বিষয়ক এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেন , প্রতিটি পরিবার যদি মেয়েদের বয়ঃসন্ধিকালে সবাইকে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেয়, তাহলে সারাদেশে একটি ইতিবাচক পরিবর্তনের জায়গা তৈরি করা সম্ভব।

##হেল্‌থ বুলেটিন

১। ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn