বাংলা

দেহঘড়ি পর্ব-৮-China Radio International

criPublished: 2021-03-12 20:09:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেহঘড়ি পর্ব-৮

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি সুখবর, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদ সংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##সুখবর: বেসরকারি হাসপাতালের সেবামূ্ল্য নির্ধারণ করে দেবে বাংলাদেশ সরকার

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে এমনিতেই অসন্তোষ রয়েছে সাধারণ জনগণের। তার উপর বেসরকারি হাসপাতালগুলোর মাত্রাতিরিক্ত ফি এই ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। নিম্ন আয়ের মানুষেরা এসব হাসপাতাল থেকে সেবা নেওয়ার সাহসই করতে পারেন না। কারণ জটিল রোগীদের চিকিত্সা করাতে গিয়ে জমি-জামা বিক্রি করে একরকম সর্বশান্ত হন অনেকে। এছাড়াও, অর্থের অভাবে হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিত্সা না পেয়ে মৃত্যুর খরবও প্রায় আসে গণমাধ্যমে।

এরকম অনিশ্চয়তার মধ্যেই, সাধারণ জনগণের জন্য একটি সুখবর এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল কয়েকদিন আগে সচিবালয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, দেশের বেসরকারি হাসপাতালগুলোর মান বিবেচনায় সেবামূলা নির্ধারণ করে দেবে সরকার।

তিনি বলেন, দেশের আনাচে-কানাচে গড়ে উঠছে অসংখ্য বেসরকারি ক্লিনিক, যার অধিকাংশই নিশ্চিত করতে পারছে না মানসম্মত সেবা। এসব ক্লিনিকের একেকটির খরচ একেক রকম হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এসব ক্লিনিকের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী চলতে না পারলে প্রাইভেট ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn