বাংলা

ছিনলিং স্টেশনে পৌঁছেছেন চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযাত্রী দল

CMGPublished: 2024-11-24 16:45:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযাত্রী প্রথম দল ছিনলিং স্টেশনে পৌঁছেছে। অ্যান্টার্কটিকায় দেশটির পঞ্চম স্টেশন এই ছিনলিং স্টেশন।

এবারের মিশনের প্রথম দলে রয়েছেন ৩৪ জন সদস্য। এদের মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নির্মাণ বিশেষজ্ঞরা। এবারের মিশন প্রায় সাত মাস স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

সামনের মাসগুলোয় গবেষকরা অ্যান্টার্কটিকার ছিনলিং স্টেশনের জন্য সহায়ক কিছু অবকাঠামো তৈরি করবেন।

এ ছাড়া অ্যান্টার্কটিকার বাস্তুতন্ত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করবেন এবং আন্তর্জাতিক গবেষণা ও লজিস্টিক সহযোগিতা পরিচালনা করবেন।

অভিযানটি তিনটি জাহাজ দ্বারা পরিচালিত হবে, যার মধ্যে রয়েছে আইসব্রেকার জাহাজ সুয়েলং ১ ও সুয়েলং ২। সঙ্গে থাকছে কার্গো জাহাজ ইয়োং শেং।

চীনের ৪১তম অ্যান্টার্কটিক অভিযাত্রী প্রথম দল ১ নভেম্বর যাত্রা শুরু করেছিল।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn