বাংলা

মহাকাশে মাছি ও কোষ নিয়ে গবেষণা করছে চীন

CMGPublished: 2024-11-24 16:42:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ৩০ অক্টোবরে চীনা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছান শেনচৌ-১৯ মিশনের তিন নভোচারী। সম্প্রতি তাদের জন্য রসদ নিয়ে মহাকাশে গেছে থিয়ানচৌ-৮ কার্গো যান। ফলের মাছির পাশাপাশি কোষ ও টিস্যু নিয়ে পরীক্ষা করার একটি সম্পূর্ণ নতুন মডিউলও ছিল তাতে।

মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে মানবদেহের স্টেমকোষ, হাড় ও ফুসফুসের কোষ নিয়ে গবেষণা করা হবে ওই যন্ত্র দিয়ে। মডিউলটিতে ছিল একটি বায়োটেকনোলজি এক্সপেরিমেন্ট ক্যাবিনেট। তাতেই নেওয়া হয়েছে কোষ টিসু ও নানা ধরনের জৈবিক উপকরণ।

চায়না স্পেস স্টেশন লাইফ ইকলোজিক্যাল সায়েন্স এক্সপেরিমেন্ট সিস্টেমের ডিজাইনার চেং ওয়েইবো জানালেন, ‘এর নমুনা ইউনিটগুলো তিনটি ড্রয়ারে আছে। মহাকাশচারীরা দ্রুত এগুলো ইনস্টল করে নিতে পারবেন। পরীক্ষা ইউনিটগুলো বিজ্ঞানীরা পৃথিবীতেই সাজিয়ে নিয়েছেন। উৎক্ষেপণের আগে এগুলোকে কার্গো ক্রাফটের জৈবিক সাপোর্ট সিস্টেমে স্থাপন করা হয়। মহাকাশচারীরা ইউনিটগুলোকে জায়গামতো বসিয়ে দিলেই পরীক্ষার মডিউলে সেগুলো যুক্ত হবে।’

একটি বহুমুখী স্বয়ংক্রিয় মাইক্রোস্কোপও এ মডিউলে যুক্ত করা হয়েছে, যা মাইক্রোগ্যাভিটি পরিবেশে কোষের বিস্তার ও নানা ধরনের পার্থক্য তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে।

থিয়ানকং মহাকাশ স্টেশনে নতুন করে আরও ৩৬টি বৈজ্ঞানিক গবেষণা চালাবে চীন। পরবর্তীতে এসব গবেষণার তথ্য উপাত্ত থেকে উপকৃত হবে সারা বিশ্বের মহাকাশ গবেষণা এবং মহাকাশ জয়ে দ্রুত আরও কয়েকধাপ এগিয়ে যাবে মানবসভ্যতা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn