বাংলা

চীনের শীর্ষ আইনপ্রণেতার পর্তুগাল সফর: সহযোগিতা বৃদ্ধির আহ্বান

CMGPublished: 2024-11-24 14:43:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন-পর্তুগালের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ইচ্ছা প্রকাশ করে করেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সাথে চীনের সম্পর্ক উন্নয়নে পর্তুগাল আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পর্তুগাল সফরে গিয়ে চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি এ কথা বলেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দা সুজা, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর সঙ্গে বৈঠক করেন।

প্রেসিডেন্ট রেবেলোর সঙ্গে বৈঠকে চাও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা পৌঁছে দেন। চাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন-পর্তুগাল সম্পর্ক আরও গভীর হয়েছে। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং সাংস্কৃতিক ও জন-মানুষের বিনিময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

চাও বলেন, এক-চীন নীতিতে পর্তুগালের দীর্ঘস্থায়ী সমর্থনকে মূল্যায়ন করে চীন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

প্রেসিডেন্ট সুজা বলেন, চীন ও পর্তুগাল দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। এ বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগ, বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক অর্থনীতি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মন্টেনেগ্রোর সঙ্গে বৈঠকে চাও বলেন, চীন কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে পর্তুগালের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময় এবং বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

চাও আরও বলেন, চীন ও পর্তুগাল জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যে সহযোগিতা বাড়াবে, মুক্ত বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে যোগাযোগ বাড়াবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn