বাংলা

প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে স্টেট কাউন্সিলের নির্বাহী সভা অনুষ্ঠিত

CMGPublished: 2024-11-23 17:51:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতির উন্নয়ন গবেষণা ও প্রচার বিষয়ে স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবারের এ বৈঠকে চীনে বিপজ্জনক রাসায়নিক সুরক্ষা সংক্রান্ত একটি খসড়া আইন নিয়েও আলোচনা হয়েছে এবং কিছু প্রশাসনিক বিধিমালা সংশোধন ও বাতিলের খসড়া সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে উল্লেখ করা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ, কর্মসংস্থান স্থিতিশীল রাখা, মানুষের জীবিকা নিশ্চিত করার পাশাপাশি নতুন গুণগত উৎপাদনশীল শক্তির বিকাশে প্লাটফর্ম অর্থনীতির বেশ তাৎপর্য রয়েছে।

শিল্প-কারখানার ইন্টারনেট প্ল্যাটফর্মকে শক্তিশালীকরণে প্রচেষ্টার আহ্বান জানানো হয় বৈঠকে। ভোক্তা ইন্টারনেট প্ল্যাটফর্ম সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় বাজার সম্ভাবনার সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানানো হয়।

সভায় বলা হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধিতেও প্ল্যাটফর্ম অর্থনীতির পূর্ণাঙ্গ ভূমিকা রাখা উচিত।

এ ছাড়া, বৈঠকে বিভিন্ন শিল্পে নিয়োজিত কর্মীদের পেশাগত দক্ষতার উন্নতি, বড় আকারের সরঞ্জাম এবং প্রথাগত রাসায়নিক সংরক্ষাণাগারগুলোর আপগ্রেডেশন ও সংস্কার ত্বরান্বিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn