৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা
নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে চীন আন্তর্জাতিক পর্যটন মেলা ২০২৪। শুক্রবার শাংহাইয়ে শুরু হওয়া এ মেলায় অংশ নিয়েছে ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রদর্শকরা। তিনদিনব্যাপী এই মেলা আয়োজন করেছে দেশটির সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রণালয়।
এবারের মেলা ৫৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয়েছে। পাশাপাশি এ মেলায় এক হাজারের বেশি আন্তর্জাতিক প্রদর্শক এবং প্রায় ৬০০টি পর্যটন সংস্থা অংশগ্রহণ করেছে।
আয়োজকরা বলছে, এবারের মেলায় ছয় শতাধিক অফলাইন ক্রেতা-বিক্রেতার বৈঠক অনুষ্ঠিত হবে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া