চীন-লাওস সামরিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান চীনা প্রতিরক্ষামন্ত্রীর
নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও লাওসের সেনাবাহিনীর মধ্যে বাস্তবমুখী সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন। শুক্রবার লাও পিপলস রেভোলিউশনারি পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের প্রেসিডেন্ট থোংলুন সিসোলিথের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
লাওস-চীন বন্ধুত্ব অটুট রয়েছে উল্লেখ করে থোংলুন বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আরও কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে।
এসময় তং বলেন, চীন লাওসের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত, যাতে করে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরও গভীর করা যায়।
তং লাওসের উপ-প্রধানমন্ত্রী এবং জাতীয় প্রতিরক্ষামন্ত্রী চানসামোনে চানইয়ালাথের সঙ্গেও বৈঠক করেন।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া