বাংলা

বৈদেশিক বাণিজ্য উন্নয়নে নীতি সমর্থন জোরদার করেছে চীন

CMGPublished: 2024-11-22 14:29:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি নীতিগত পদক্ষেপ প্রকাশ করেছে। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎপাদনে নিযুক্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এবং কম পরিচিত সফল প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি সমর্থন বাড়াতে উৎসাহিত করা হয়েছে চীনের বীমা কোম্পানিগুলোকে।

সত্যতা ও ঝুঁকি ব্যবস্থাপনার যাচাই নিশ্চিত করে ঋণ অনুমোদন, বিতরণ ও পরিশোধের ক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগতভাবে আর্থিক পরিষেবায় সমন্বয় সাধনের জন্য বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বাজার-ভিত্তিক এবং আইন-ভিত্তিক নীতির আলোকে অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি কোম্পানিগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াতে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চীনের সবুজ বাণিজ্য ও সীমান্ত বাণিজ্যে উদ্ভাবনী উন্নয়ন, আন্তঃসীমান্ত ব্যবসায়িক ভ্রমণ আকৃষ্ট ও সহজতর করা হবে। সেই সঙ্গে বৈদেশিক বাণিজ্যের জন্য সামুদ্রিক পরিবহন সহায়তা বাড়ানো এবং এ ধরনের উদ্যোগে কর্মসংস্থান পরিষেবা জোরদার করা হবে।

চীনের উপকূলীয়, অভ্যন্তরীণ ও সীমান্ত এলাকাজুড়ে ২২টি পরীক্ষামূলক মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা হয়েছে। অঞ্চলগুলো এখন দেশের মোট বিদেশি বিনিয়োগ এবং আমদানি-রপ্তানিতে ২০ শতাংশ অবদান রাখছে।

চলতি বছরের প্রথম ১০ মাসে, চীনের বৈদেশিক পণ্য বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৬ দশমিক ০২ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ৫ ট্রিলিয়ন ডলার) দাঁড়িয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn