বাংলা

সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানালো চীন

CMGPublished: 2024-11-22 14:28:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং সিরিয়ার ওপর হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে যুদ্ধের আগুন যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে এবং পরিস্থিতির অবনতি না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন কেং।

সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে, জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি গেং শুয়াং, গত মাসে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা করে বলেন এই হামলার ফলে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে এবং সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন ঘটেছে।

তিনি বলেন, চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে সিরিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান করার এবং অবিলম্বে সিরিয়ার বিরুদ্ধে অবৈধ সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় । সেইসঙ্গে বিদেশী সৈন্যদের সিরিয়ায় তাদের অবৈধ সামরিক উপস্থিতির দ্রুত অবসান ঘটাতে হবে।

কেং জোর দিয়ে বলেন, চীন সিরিয়া সরকারের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত নীতি বাদ দিয়ে আন্তর্জাতিক আইন অনুসারে সিরিয়ার সরকারকে তার ভূখণ্ডের মধ্যে সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যৌথভাবে সমর্থন করার জন্য জিরো-টলারেন্স মনোভাব গ্রহণ করার আহ্বান জানায়।

তিনি বলেন, চীন সিরিয়ায় মানবিক সহায়তা বাড়াতে, সময়মত তাদের অনুদানের প্রতিশ্রুতি পূরণ করতে, মানবিক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং সিরিয়ার মানবিক পরিস্থিতির উন্নতিতে সাহায্য করার জন্য সকল পক্ষকে আহ্বান জানায়।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn