মূল ভূখণ্ডের উন্নয়নের সুযোগ নিতে তাইওয়ানের ব্যবসায়ীদের আহ্বান
নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানের ব্যবসায়ী ও উদ্যোগগুলোকে চীনের মূল ভূখণ্ডের উন্নয়ন সুযোগগুলোকে আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার মূল ভূখণ্ডের তাইওয়ান বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা সোং থাও এ আহ্বান জানান।
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুচৌতে অনুষ্ঠিত তাইওয়ানের বিনিয়োগকৃত উৎপাদন প্রতিষ্ঠানগুলোর একটি ইভেন্টে এ মন্তব্য করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের প্রধান সোং থাও।
ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি এবং নতুন শক্তির যানবাহনের মতো শিল্পের উদ্যোগগুলোর মধ্যে অর্থায়ন, বিনিয়োগ এবং প্রকল্প সমন্বিতকরণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এ আয়োজন। তাইওয়ান প্রণালীর উভয় দিক থেকে ১২০টিরও বেশি কোম্পানি এখানে স্থায়ী বুথ পরিচালনা করছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিনহুয়া