বাংলা

চীনের মনুষ্যবাহী চন্দ্রাভিযানের প্রস্তুতি এগিয়ে চলেছে মসৃণ গতিতে

CMGPublished: 2024-11-22 14:32:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচি এখন স্পেস স্টেশনের ব্যবহার ও বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং পুরো প্রকল্পটি মসৃণ গতিতে এগিয়ে চলেছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ‍ষষ্ঠ হিউম্যান স্পেস সিম্পোজিয়ামের বিশেষজ্ঞরা জানালেন এ তথ্য।

চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করতে ৮০০ জনেরও বেশি বিশেষজ্ঞ একত্রিত হয়েছেন শেনচেনে।

সিম্পোজিয়ামে জানানো হয়, চীন ২০৩০ সালের আগেই চাঁদে মহাকাশচারী অবতরণের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনায় রয়েছে—পৃথিবী ও চাঁদের মধ্যে রাউন্ড-ট্রিপ ভ্রমণ, চাঁদের বুকে কিছু সময় অবস্থান এবং নানা ধরনের অনুসন্ধানের মতো মাইলফলক অর্জন করা।

অন্যদিকে, চাঁদে অবতরণের পরিকল্পনাটি বোঝাতে বৃহস্পতিবার একটি এনিমেশন প্রকাশ করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। তাতে মহাকাশযান অবতরণ, রোভার প্রতিস্থাপন ও চাঁদের বুকে অনুসন্ধান চালানোর নানা প্রযুক্তি দেখানো হয়।

এ মিশনের জন্য লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট, মনুষ্যচালিত মহাকাশযান মেংচৌ, চাঁদের ল্যান্ডার লানইউয়ে, স্পেসস্যুট এবং মনুষ্যচালিত চন্দ্র রোভারের প্রোটোটাইপ নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn