বাংলা

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস আজ, সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

CMGPublished: 2024-11-21 15:05:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার সঙ্গে ২১ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।

এ বছরের অনুষ্ঠানে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ২৬ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। ১৪ বছর পর এই অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে ২০১৮ সালের পর এবারই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগেই বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এ বছর জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ, ধৈর্য ও দেশপ্রেম সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, সর্বোচ্চ শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।

বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান। বরাবরের ন্যায় এবারও দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে বন্যা পরিস্থিতি মোকাবিলা, শিল্প কারখানায় নিরাপত্তা প্রদানসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অস্ত্র উদ্ধারসহ সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn