বাংলা

গাজার মানুষের বেঁচে থাকার আশা ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র: চীনা দূত

CMGPublished: 2024-11-21 15:11:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গাজার মানুষের বেঁচে থাকার আশা ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র: চীনা দূত

নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবারও নিন্দা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপটি গাজাবাসীদের বেঁচে থাকার আশাকে চুরমার করে দিয়েছে এবং তাদের আরও অন্ধকার ও হতাশার দিকে ঠেলে দিয়েছে। বুধবার জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এসব কথা বলেন।

যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ১৫ সদস্যের কাউন্সিলে ১৪টি ভোট পড়লেও যুক্তরাষ্ট্র কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে এটিকে অবরুদ্ধ করতে ভেটো ব্যবহার করে। ফু ছোং বলেছেন, বুধবারের ভোটের ফলাফলে চীন খুবই হতাশ।

ফু ছোং বলেন, ‘ভবিষ্যতে মানুষ যখন ইতিহাসের পেছনে ফিরে তাকাবে, তখন এ অংশটি বোঝা তাদের জন্য কঠিন হবে। জাতিসংঘ সনদের অধীনে নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব কাঁধে নিতে হবে।’

ফু বলেন, ইসরায়েল স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি লাল সীমারেখা লঙ্ঘন করেছে এবং গাজায় দুর্ভিক্ষ শুরু হলেও, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার অজুহাত খুঁজছে।

কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র যেন তার দায়িত্ব গুরুত্বের সঙ্গে নেয় সেই আহ্বান জানিয়ে ফু বলেন, যুক্তরাষ্ট্রকে এড়িয়ে যাওয়ার মানসিকতা বাদ দিতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কাউন্সিলকে সমর্থন দিতে হবে।

গত বছরের ৭ অক্টোবর থেকে নতুন দফায় ইসরায়েল-হামাস সংঘর্ষের পর থেকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব পাস করতে বারবার বাধা দিয়ে আসছে। এ সংঘাতের জেরে গত ১৩ মাসে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn