চীনে শুরু হলো গ্রিক শিল্প সামগ্রীর প্রদর্শনী
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও গ্রিস দুটিই প্রাচীন সভ্যতার দেশ। গ্রিসের প্রাচীন সভ্যতার নিদর্শনের প্রদর্শনীতে চীনের দর্শক তাই বিপুল আগ্রহ নিয়ে দেখছেন নান্দনিক শিল্প সামগ্রী।
বেইজিংয়ের ক্যাপিটল মিউজিয়মে বৃহস্পতিবার শুরু হয়েছে গ্রিসের প্রাচীন সভ্যতার পরিচয়বাহী একটি আকর্ষণীয় প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম হলো, ‘দ্য গ্রিকস: আগামেমনন টু আলেকজান্ডার দ্য গ্রেট’।
এই প্রদর্শনীতে ২৭০টি শিল্প নিদর্শন প্রদর্শিত হচ্ছে। এগুলো গ্রিসের ১৪টি মিউজিয়াম থেকে আনা হয়েছে। প্রদর্শনী চলবে ২০২৫ সালের ১৮ মে পর্যন্ত।
শান্তা/ফয়সল