চীনে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে এগিয়ে সিনচিয়াং
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বৈদেশিক বাণিজ্য চলতি বছরের প্রথম ১০ মাসে ৩৬২ দশমিক ৭৯ বিলিয়ন ইউয়ানে (৫০ বিলিয়ন ডলার) পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশ বেশি। চীনের প্রাদেশিক-স্তরের অঞ্চলগুলোর মধ্যে দ্রুততম বৃদ্ধি এটি। সম্প্রতি প্রদেশের শুল্ক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, এই অঞ্চলের রপ্তানি ৩০৮ দশমিক ২৯ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময়ে আমদানি ছিল ৫৪.৫ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ২৩ শতাংশ বেশি।
আঞ্চলিক শুল্কবিভাগের তথ্যানুসারে এই সময়ের মধ্যে, সিনচিয়াংয়ে ব্যক্তিখাতের উদ্যোগের বৈদেশিক বাণিজ্যের পরিমাণও বেড়েছে ২৬ দশমিক ৮ শতাংশ।
সিনচিয়াংয়ের রপ্তানি বাজার ক্রমশ বৈচিত্র্যময় হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ হলো মধ্য এশিয়ার কয়েকটি দেশের ওপর এর নির্ভরতা কমছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বেড়েছে বাণিজ্য সম্পর্ক।
প্রথম ১০ মাসে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের সঙ্গে সিনচিয়াংয়ের বাণিজ্য বেড়েছে ২৪৩ দশমিক ৭ শতাংশ।
চায়না একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স-এর সহযোগী গবেষণা ফেলো লিন শেন বলেছেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্যই এমনটা সম্ভব হয়েছে। উন্নত পরিবহন ও অবকাঠামোর কারণে সিনচিয়াংয়ে বিনিয়োগে আগ্রহ বেড়েছে বেসরকারি উদ্যোগগুলোর।
লিন আরও উল্লেখ করেছেন, চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের উন্নয়নের ফলে পণ্য পরিবহনের সক্ষমতা বেড়েছে ও খরচ কমেছে।
আবার সিনচিয়াংয়ের পণ্যের গুণমানও চীনের বাইরে সুখ্যাতি ও স্বীকৃতি অর্জন করেছে বলে জানান লিন। উরুমছি কাস্টমসের ডেটা দেখায়, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং বন্ডেড জোনও সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
জানুয়ারি-অক্টোবর সময়কালে, সিনচিয়াং এর মুক্ত বাণিজ্য অঞ্চলগুলো ১৪৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ানের মোট আমদানি ও রপ্তানি করেছে, যা কিনা এই অঞ্চলের মোট বৈদেশিক বাণিজ্যের ৪০ দশমিক ২ শতাংশ অবদান রেখেছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: চায়না ডেইলি