চীনে মানবাধিকার উন্নয়নের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন প্রকাশ
নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: মানবাধিকারের উন্নয়নে চীনের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে মানবাধিকার রক্ষায় ডিজিটাল প্রযুক্তির প্রভাবের ওপরও আলোচনা করা হয়েছে।
চীনের মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের ২০২৪ সংস্করণে ২০২৩ সালে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের মতো দিকগুলোর বিশ্লেষণসহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার উন্নয়নে অগ্রগতির বিষয়ে চীনের কাজের একটি ব্যাপক চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নাগরিক অধিকার , রাজনৈতিক অধিকার, নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার কথা।
প্রতিবেদনে প্রথমবারের মতো জাতীয় মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে এবং নতুন যুগে মানবাধিকার গবেষণা ও একাডেমিক ব্যবস্থার অগ্রগতি পরীক্ষা করা হয়েছে। চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিজ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ২০১১ সাল থেকে চীনের মানবাধিকারের উপর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
ঐশী/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি