চীনা ভাইস প্রিমিয়ারের সঙ্গে হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: হন্ডুরাসের ভাইস প্রেসিডেন্ট রেনাতো ফ্লোরেন্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং। মঙ্গলবার চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে সাক্ষাৎ করেন তারা।
বৈঠকে তিং সুয়েশিয়াং বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করে। পাশাপাশি দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুসারে চীন একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ় পারস্পরিক সহায়তা প্রদানে হন্ডুরাসের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, চীন দুই দেশের উন্নয়ন কৌশলের মধ্যে সমন্বয় জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা গভীর করতে চীন-হন্ডুরাস সম্পর্ককে একটি উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে কাজ করবে।
ফ্লোরেন্তিনো বলেন, হন্ডুরাস এক-চীন নীতি মেনে চলে এবং চীনের সাথে পারস্পরিক উপকারী সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া