ফ্রান্সে চীনের থাং রাজবংশের প্রদর্শনী
নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: ফ্রান্সের বুকে পৌছে গেছে চীনের থাং রাজবংশের শিল্পনৈপুণ্যের নিদর্শন। ফরাসি দর্শক মুগ্ধ হচ্ছেন চীনের থাং রাজবংশের সময়কার শিল্পীদের নান্দনিক সৃষ্টিকর্মে।
‘থাং চায়না-এ কসমোপলিটান ডাইনেস্টি (৭ম-১০ম শতাব্দি) “ শীর্ষক প্রদর্শনী চলছে ফ্রান্সের প্যারিসে গুইমেট ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টস ভবনে।
চীনের থাং রাজবংশের শাসনামল (৭ম থেকে ১০ম শতাব্দি) ছিল শিল্প সাহিত্য ও নন্দনতত্বের স্বর্ণযুগ। থাং রাজাদের রাজধানীর নাম ছিল ছাংআন। তাই প্রদর্শনীর প্রবেশ পথেই ছাংআন কথাটি লেখা রয়েছে। চীনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। সোমবার শুরু হওয়া প্রদর্শনীতে থাং যুগের ২০০টিরও বেশি শিল্প নিদর্শন প্রদর্শিত হচ্ছে। চীনের ১০টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ও শহরের ৩২টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও জাদুঘর থেকে এসব নিদর্শন পাঠানো হয়েছে।
শান্তা/মিম