বাংলা

সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ভিয়েতনাম

CMGPublished: 2024-11-20 16:33:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী লে থান লংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং। মঙ্গলবার তারা এ সাক্ষাৎ করেন। বিশ্ব ইন্টারনেট সম্মেলন উচেন সামিটে যোগ দিতে চীনে অবস্থান করছেন ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী লে থান লং।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, চীন ও ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপিত হবে।

তিনি বলেন, দুই দল ও দেশের শীর্ষ নেতাদের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে সুসংহত, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার, ব্যাপকভাবে চীন-ভিয়েতনাম সম্প্রদায়ের নির্মাণকে এগিয়ে নিতে জন্য চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সাক্ষাতকালে সংস্কার ও উন্মুক্তকরণের ক্ষেত্রে চীনের দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে লে থান লং বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে ঘনিষ্ঠ, উচ্চ পর্যায়ের বিনিময়, বাস্তব সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn