বাংলা

ইন্টারনেটকে সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট

CMGPublished: 2024-11-20 16:31:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: ইন্টারনেটকে সকলের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উচেনে শুরু হওয়া ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন-২০২৪’ উপলক্ষে বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়ে এ আহ্বান জানান প্রেসিডেন্ট সি।

আজকের দিনে প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, সবাইকেই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে উল্লেখ করে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট এবং স্মার্ট উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। এই পথে এগিয়ে গেলেই আমরা আরও উন্নত এবং সমৃদ্ধ হতে পারব।’

এ সময় তিনি সাইবারস্পেসে উদ্ভাবনী, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং একটি উজ্জ্বল ডিজিটাল ভবিষ্যতের জন্য যৌথভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইন্টারনেট থেকে যাতে বিশ্বের সকল মানুষ উপকৃত হয় সে লক্ষ্যে একটি যৌথ সম্প্রদায় গঠন এবং ইন্টারনেটকে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn