বাংলা

সামগ্রিক উন্নয়নে চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক জাম্বিয়া

CMGPublished: 2024-11-20 16:32:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট মুতালে নালুমঙ্গোর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং।

মঙ্গলবার তারা এ সাক্ষাৎ করেন। বিশ্ব ইন্টারনেট সম্মেলন উচেন সামিটে যোগ দিতে চীনে অবস্থান করছেন জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বলেন, চীন এবং জাম্বিয়া দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। দুই দেশই পরস্পরকে কৌশলগত সহযোগী হিসেবে বিবেচনা করে। এই দুই দেশ চীন-আফ্রিকার মধ্যে সুসম্পর্কের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে উভয় দেশই বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে সহযোগিতা এবং ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন, অবকাঠামো, কৃষি, খনিজ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে জাম্বিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

সাক্ষাতে মুতালে নালুমঙ্গো বলেন, জাম্বিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্ব খুব ভালো আছে এবং এটি আরও শক্তিশালী হচ্ছে। জাম্বিয়ার উন্নয়নে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করছে চীন, এজন্য চীনকে ধন্যবাদ। দুই দেশের মধ্যে এবং আফ্রিকা ও চীনের মধ্যে সম্পর্ক আরও ভালো করতে চীনের সঙ্গে আরও কাজ করতে আগ্রহী জাম্বিয়া।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn