বাংলা

সংস্কারের পর উন্মুক্ত চীনের ইউনকাং গ্রোটোসের গুহা

CMGPublished: 2024-11-19 16:09:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত চীনের বিখ্যাত ইউনকাং গ্রোটোস একটি প্রাচীন বৌদ্ধ গুহা-মন্দির

উত্তর চীনের শানসি প্রদেশের তাথোং শহরের এই প্রত্নতাত্ত্বিক স্থানটি দীর্ঘ সংস্কারের পর সোমবার আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

২০২৩ সালের শুরুর দিকে এখানকার ১০ নম্বর গুহাটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। চীনা পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা এই প্রাচীন গুহা মন্দিরটির আদি অবস্থা বজায় রাখতে ব্যাপক গবেষণা করেছেন।

ইউনকাং গবেষণা ইনস্টিটিউটের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং পর্যবেক্ষণ কেন্দ্রের একজন প্রত্নতাত্ত্বিক সান বো জানিয়েছেন, তারা ১০ নম্বর গুহায় জরিপ চালিয়ে ৮৮৬ বর্গমিটার স্থানে ৮০৬টি ক্ষতিগ্রস্ত স্থান খুঁজে বের করেন। পরে তিন মাস মেরামত কাজের মাধ্যমে তারা প্রত্নতাত্ত্বিক স্থানটির সুরক্ষা নিশ্চিত করেন।

চীনের ইউনকাং গ্রোটোসে ৪৫টি বড় গুহা এবং ৫৯ হাজারেরও বেশি ভাস্কর্য আছে। টেরাকোটা, খোদাইয়ের কারুকাজও দেখা যায় এখানে। ২০০১ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় ঐতিহাসিক তীর্থস্থানটি।

এখন ইউনকাং গ্রোটোসের ডিজিটালাইজেশ প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে গুহার গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রত্ন শিল্পগুলোর ত্রিমাত্রিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মডেল তৈরি করে রাখা হচ্ছে।

রাসু/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn