বাংলা

সপ্তম স্যাটেলাইট নিয়ে এগোচ্ছে চীন-ব্রাজিল

CMGPublished: 2024-11-19 16:08:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ব্রাজিলের মহাকাশযান প্রকৌশলীরা এবার নতুন আরেকটি রিমোট সেন্সিং স্যাটেলাইট তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছেন।

সিবিইআরএস-৬ নামের স্যাটেলাইটটি তৈরি করছে বেইজিংয়ের চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি এবং ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ। এটি হবে চায়না ব্রাজিল আর্থ রিসোর্স স্যাটেলাইট প্রোগ্রামের সপ্তম স্যাটেলাইট।

সিবিইআরএস-৬ প্রোগ্রামটিকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উচ্চ-প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতার একটি ভালো উদাহরণ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে, ৮০০ কেজি ওজনের স্যাটেলাইটটিতে ব্রাজিলের তৈরি কাঠামো ব্যবহার করা হবে এবং এটি একটি চায়না মাইক্রোওয়েভ ইমেজিং প্রযুক্তিতে সজ্জিত হবে।

২০২৮ সালের দিকে শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে কক্ষপথে পাঠানো হবে এটি।

মহাকাশ নিয়ে চীন ও ব্রাজিলের পারস্পরিক সহযোগিতার ভিত্তি রচিত হয় ১৯৮৪ সালের মে মাসে। যৌথ প্রচেষ্টায় নির্মিত প্রথম স্যাটেলাইট সিবিইআরএস-১ ১৯৯৯ সালের অক্টোবরে উৎক্ষেপণ করা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় উপগ্রহ যথাক্রমে ২০০৩ ও ২০০৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল।

চতুর্থ সিবিইআরএস-৩ ২০১৩ সালের ডিসেম্বরে উৎক্ষেপণ করা হলেও সেটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল। পঞ্চম স্যাটেলাইট ২০১৪ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এই বহরের সাম্প্রতিক সিবিইআরএস-৪এ পাঠানো হয় ২০১৯ সালে, যা এখনও কাজ করছে।

সিবিইআরএস প্রোগ্রাম চীন ও ব্রাজিলের ব্যবহারকারীদের এ পর্যন্ত ভূমি সম্পদ জরিপ, পরিবেশ, জলবায়ু পরিবর্তন গবেষণা, দুর্যোগ প্রতিরোধ এবং কৃষি সংক্রান্ত লক্ষাধিক ছবি সরবরাহ করেছে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn