বাংলা

চীনের তাইওয়ান অঞ্চলের আইনসভার সাবেক নেতার সঙ্গে মূল ভূখন্ডের তাইওয়ান বিষয়ক কর্মকর্তার সাক্ষাৎ

CMGPublished: 2024-11-19 15:12:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান অঞ্চলের আইনসভার সাবেক নেতা ওয়াং চিন-পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের মূল ভূখণ্ডের তাইওয়ান বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা সোং থাও। সোমবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এ সাক্ষাৎ করেন তিনি।

পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আন্তঃপ্রণালী বিনিময়ে অংশ নিতে বৃহস্পতিবার পর্যন্ত মূল ভূখণ্ড সফরে রয়েছেন তাইওয়ান অঞ্চলের আইনসভার সাবেক নেতা ওয়াং চিন-পিং।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিস এবং স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রধান সোং এক-চীন নীতিকে সমুন্নত রাখার জন্য আরও প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে ‘তাইওয়ানের স্বাধীনতার’ জন্য বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের দৃঢ় বিরোধিতা করেন। এ সময় তিনি জাতীয় পুনর্মিলন অগ্রসর এবং যৌথভাবে জাতীয় পুনরুজ্জীবন অর্জনের আহ্বান জানান।

এ সময় ওয়াং চিন-পিং আন্তঃপ্রণালী সাংস্কৃতিক বিনিময়, যৌথভাবে চীনা সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক পরিচয় বৃদ্ধি এবং প্রণালী জুড়ে শান্তি বজায় রাখার প্রচেষ্টার আহ্বান জানান।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn