ব্রাজিলের সঙ্গে চীনের বাণিজ্য ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম ১০ মাসে ব্রাজিলের সঙ্গে চীনের বাণিজ্য গেল বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এতে করে আরও স্পর্ষ্ট হয়ে উঠেছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। কাস্টমস প্রশাসনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রশাসন বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যে বৃদ্ধর হার, চীনের মোট বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধির হার থেকে ৪ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি।
এই সময়ে ব্রাজিলের সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক১৪ ট্রিলিয়ন ইউয়ান (১৫৮ দশমিক৩৩ বিলিয়ন মার্কিন ডলার)। আর এরমধ্যে রপ্তানি হয়েছে ৪৩২ দশমিক ০৮ বিলিয়ন ইউয়ান এবং আমদানি হয়েছে ৭০৮ দশমিক ১৫ বিলিয়ন ইউয়ান। উভয়ই ক্ষেত্রেই স্থিতিশীল রয়েছে প্রবৃদ্ধির হার।
এ বছর চীনা-ব্রাজিলীয় কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। এ পূর্তি উপলক্ষে গত অর্ধশতাব্দীতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় ফলপ্রসূ অর্জন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া