সংস্কার উদ্যোগে কমনওয়েলথকে পাশে চাইল বাংলাদেশ
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ সমর্থন চান।
এ সময় তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনগণের, বিশেষ করে দেশের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের জন্য কমনওয়েলথের সমর্থন দরকার।
সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন।
চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসির নেতৃত্বাধীন কমনওয়েলথের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
শুভ/শান্তা