চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে রিও ডি জেনিরোর সড়কে মানুষের ভিড়
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ১৯তম জি-২০ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় রোববার বিকেলে ব্রাজিল পৌছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এ সময় তাকে স্বাগত জানাতে দেশটির বিভিন্ন স্তরের মানুষ রিও ডি জেনিরোর সড়কে ভিড় করেন।
স্বাগত জানাতে আসা এসব মানুষের হাতে ছিল উভয় দেশের পতাকা আর ব্যানার। যেখানে চীনের রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর কথা লেখা ছিল।
১৯তম জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সিলভার আমন্ত্রণে লাতিন আমেরিকার দেশটিতে রাষ্ট্রীয় সফরে যান প্রেসিডেন্ট সি।
‘ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ নির্মাণ’ প্রতিপাদ্যে এবারের জি-২০ সম্মেলনটি আগামী সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাজিলে অবস্থানকালে প্রেসিডেন্ট সি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি