বাংলা

সত্যিকারের কুংফু পান্ডা

CMGPublished: 2024-11-18 17:17:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি জায়ান্ট পান্ডা সম্প্রতি গাছের ওপর এমন কসরত দেখিয়েছে যে তাকে সত্যিকারের কুংফু পান্ডা নামে ডাকা হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে। শায়ানসি প্রদেশের ছিনলিং মাউন্টেনে ফপিং নেচার রিজার্ভে জায়ান্ট পান্ডা সংরক্ষণ কেন্দ্র রয়েছে। একে স্থানীয়ভাবে ‘জায়ান্ট পান্ডার বাড়ি’ নামে ডাকা হয়।

এখানেই বাস করে তাংশ্যং নামে তিন বছর বয়সী এক মেয়ে জায়ান্ট পান্ডা। সে গাছ বেয়ে উঁচু ডালে উঠে নানা রকম কসরত দেখায়। তার এই কসরত দেখার জন্য দর্শকরা ভিড় করেছে।

জনপ্রিয় চলচ্চিত্র কুংফু পান্ডার অনুসরণে এখন তাংশ্যকে ডাকা হচ্ছে সত্যিকারের কুংফু পান্ডা নামে।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn