স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাংলাদেশে সড়ক ও রেলপথ অবরোধ
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানী ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে
এর আগে অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
আন্দোলনের কারণে মহাখালীতে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
শুভ/শান্তা