বাংলা

বিশ্বের প্রথম গভীর-সমুদ্র বৈজ্ঞানিক ড্রিলিং জাহাজ তৈরি, অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

CMGPublished: 2024-11-18 17:38:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রের গভীরে গিয়ে খনন করতে সক্ষম বিশ্বের প্রথম গভীর-সমুদ্র বৈজ্ঞানিক ড্রিলিং জাহাজ ‘মেং সিয়াং’ উদ্বোধন করেছে চীন। জাহাজটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে অভিনন্দন পত্র পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি বলেন , মেং সিয়াংয়ের আনুষ্ঠানিক যাত্রা গভীর-সমুদ্র অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমুদ্র বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষমতা উন্নয়নে এটি আরেকটি বড় অর্জন।

তিনি বলেন, ‘এই জাহাজ তৈরি করতে শ্রমিকদের বিশ্বমানের প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে হয়েছে। এই কাজ করার মাধ্যমে শ্রমিকরা অনেক নতুন জিনিস শিখেছে। তারা এখন সমুদ্র সম্পর্কে আরও ভালোভাবে জানে এবং নতুন নতুন যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করতে হয় তাও জানে। এই জাহাজের মাধ্যমে সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবন জোরদার হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা প্রসারিত হবে।

গত রবিবার দক্ষিণ চীনের কুয়াংচৌতে এই জাহাজের উদ্বোধন করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও ভাইস প্রিমিয়ার হ্য লিফেং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রেসিডেন্ট সির অভিনন্দন পত্র পাঠ করেন।

মেং সিংয়াং জাহাজটি বিশ্বের প্রথম গভীর-সমুদ্র বৈজ্ঞানিক ড্রিলিং জাহাজ। এটি তেল ও গ্যাস অনুসন্ধান এবং প্রাকৃতিক গ্যাস হাইড্রেট অনুসন্ধানে কাজ করবে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি তৈরি এই জাহাজটির দৈর্ঘ্য ১৭৯ দশমিক ৮ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ৮ মিটার। সমুদ্রের ১৫ হাজার নটিক্যাল মাইল অঞ্চলে ১২০ দিনে অনুসন্ধান কার্যক্রম চালাতে সক্ষম এই জাহাজ । এতে ১৮০ জন থাকার ব্যবস্থা রয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn