বরফ তুষার উৎসবে মাতোয়ারা ইনার মঙ্গোলিয়া
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় শুরু হয়েছে তুষার বরফ উৎসব। উলানছাব সিটিতে স্কিয়িং পার্কে শনিবার শুরু হয়েছে তুষার বরফ উৎসব। এখানে পর্যটকদের জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন রকম প্রতিযোগিতার। তুষার বরফ উৎসবে আগুনের ফুলকির খেলাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পর্যটকরা স্কিয়িংসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। তুষার বরফ এই উৎসব চলবে পাঁচ মাস ধরে।
শান্তা/মিম