বাংলাদেশে রিজার্ভ পরিস্থিতির উন্নতি হচ্ছে: প্রধান উপদেষ্টা
নভেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে ক্রমশ সবল হচ্ছে, রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন। তাঁর নেতৃত্বে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও জানান, আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি ইত্যাদির প্রধানদের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে। তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, বিগত সরকারের পতনের সময় দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। আশার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত তিন মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই বর্তমান সরকার প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করেছে। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৪৭৮ মিলিয়ন ডলার হতে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে আনা হয়েছে।
ড. ইউনূস আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক, আইএমএফ-সহ বিভিন্ন দাতা সংস্থা ইতোমধ্যে ঋণ ও অনুদান হিসেবে প্রায় ৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে।
শান্তা/ মিম