চুহাই এয়ারশোয় চোখ ধাঁধানো চীনা ফাইটার জেট
নভেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো শনিবার দক্ষিণ চীনের চুহাইতে চলমান ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে সবার নজর কেড়েছে। এ সময় চীনা যুদ্ধবিমান দেখিয়েছে শ্বাসরুদ্ধকর স্টান্ট ফ্লাইট।
চীনের তৈরি মাঝারি আকারের স্টিলথ ফাইটার জেট জে-৩৫এ এবারের এয়ারশোতে আত্মপ্রকাশ করে। অপর যুদ্ধবিমান জে-২০’ও রোমাঞ্চকর অ্যারোবেটিক পারফরম্যান্স দেখিয়ে মুগ্ধ করে দর্শকদের।
রেড ফ্যালকন অ্যারোব্যাটিক দলও তাদের এয়ার স্টান্ট দেখিয়েছে। দলটি ২০১১ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির বিমানবাহিনী গঠন করেছিল।
রোববার পর্যন্ত চলা চীনের সবচেয়ে বড় এয়ারশোটিতে চীনা সামরিক বাহিনীর আধুনিকীকরণ ও সর্বশেষ প্রযুক্তিগুলো দেখানো হয়।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি