চীনা ভাষা শেখার প্রতি জোর আন্তর্জাতিক শিক্ষাবিদদের
নভেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৪ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদানের প্রচারে ভাষাশিক্ষার ভূমিকা তুলে ধরেছেন অংশগ্রহণকারী শিক্ষাবিদরা।
গেল শুক্রবার বেইজিংয়ে শুরু হয় বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৪। এতে , চীনা ভাষা শিক্ষার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে ১৬০টি দেশ ও অঞ্চলের ২ হাজারের বেশি শিক্ষাবিদ, পণ্ডিত এবং গবেষক অংশগ্রহণ করেছেন।
‘ইন্টারকানেকশন এবং ইন্টিগ্রেশন’ থিম নিয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের লক্ষ্য ভাষা শিক্ষার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করা এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করা।
বিশেষজ্ঞরা মনে করেন, ভাষা শুধু ক্যারিয়ারের বিকাশের একটি হাতিয়ার নয় বরং ব্যক্তির দৃষ্টিভঙ্গি প্রসারিত করা এবং আরও সম্ভাবনাময় দিনের জন্য গুরুত্বপূর্ণ।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি মানুষ চীনা ভাষা শেখার সঙ্গে সম্পৃক্ত।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি