বাংলা

নতুন প্রযুক্তির সামরিক রাডার বানালো চীন

CMGPublished: 2024-11-17 15:42:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তিতে খ্যাতনামা চীনা প্রতিষ্ঠান চায়না ইলেক্ট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি একটি নতুন রাডার সিস্টেম তৈরি করেছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি বলেছে, প্রযুক্তিগত দিক দিয়ে এ ধরনের রাডার এটাই বিশ্বের প্রথম।

চিয়াংসু প্রদেশের নানচিংয়ে সিইটিসি’র ১৪তম ইনস্টিটিউটের তৈরি ওয়াইএলসি-২ই রাডারটি এবারের ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে দেখানো হয়। সংস্থাটি জানিয়েছে, স্টিলথ এয়ারক্রাফ্ট বা প্রচলিত রাডারকে ফাঁকি দেওয়া যুদ্ধবিমান শনাক্ত করার ক্ষেত্রে এটি চীনের নতুন হার্ডওয়্যার।

ইনস্টিটিউটের গবেষক চেং বলেছেন এস-ব্যান্ড মাল্টিফাংশনাল রাডারে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এবং এটি স্টিলথ যুদ্ধবিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারে। সেইসঙ্গে লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র পরিচালনাও করতে সক্ষম এটি।

এস-ব্যান্ড রেডিও তরঙ্গ হলো এমন এক ধরনের তরঙ্গদৈর্ঘ্য যা এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার থেকে শুরু করে ওয়াই-ফাই পর্যন্ত সমস্ত কিছুর জন্য ব্যবহৃত হয়।

গবেষক চেং বলেন, ওয়াইএলসি-২ই একটি মডুলার ডিজাইন, বিশ্বমানের হার্ডওয়্যার এবং বুদ্ধিমান অ্যালগরিদম বৈশিষ্ট্যযুক্ত, তাই এর শনাক্তকরণ ক্ষমতাও দুর্দান্ত। রাডার সিস্টেমটিতে একটি উচ্চশক্তির ট্রান্সমিটার ও রিসিভার মডিউল সেট রয়েছে বলেও জানান তিনি।

চেং বলেন, এতে এমন অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা সিস্টেমের সামগ্রিক ট্র্যাকিং সক্ষমতা উন্নত করেছে এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকেও এটি টপকে যেতে পারবে।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn