উপহার নিয়ে সফলভাবে মহাকাশ স্টেশনে ডক করলো চীনের থিয়ানচৌ-৮
নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: শেনচৌ-১৯ নভোচারীদের জন্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বিভিন্ন উৎসব ও জন্মদিনের উপহার নিয়ে মহাকাশ স্টেশন থিয়ানকংয়ের সঙ্গে ডক করেছে চীনের কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৮।
শনিবার দিবাগত রাত ২টা ৩২মিনিটে কার্গো স্পেসক্রাফ্টটি সফলভাবে থিয়ানহ্য কোর মডিউলের রেয়ার ডকিং পোর্টে ডক করে।
শেনচৌ-১৯ নভোচারীরা নির্ধারিত সময়ে এতে প্রবেশ করে পণ্যগুলো স্থানান্তর এবং অন্যান্য কাজ সম্পাদন করবেন।
এর আগে শুক্রবার রাতে দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি লং মার্চ-৭ ওয়াই৯ ক্যারিয়ার রকেট এই কার্গো মহাকাশযানটি মহাকাশে নিয়ে যাত্রা শুরু করে। প্রায় ১০ মিনিট পরে, কার্গো স্পেসক্রাফ্টটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এর পরে সৌর প্যানেলগুলো প্রসারিত হয়, যা উৎক্ষেপণের সফল প্রক্রিয়াগুলোর একটি।
স্পেস স্টেশনের ব্যবহার এবং বিকাশের ক্ষেত্রে এটি চীনের তৃতীয় কার্গো সরবরাহ মিশন।
এই কার্গো মহাকাশযানটি প্রায় ছয় টন কার্গো মহাকাশে বয়ে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, প্রোপেল্যান্ট, পরীক্ষামূলক সরঞ্জাম এবং উপকরণ, বসন্ত উৎসব, মিড-অটাম ফেস্টিভাল এবং চীনা ড্রাগন বোট উৎসবের জন্য উপহার প্যাকেজ এবং জন্মদিনের উপহার।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি ও সিজিটিএন