বাংলা

ফিলিপাইনকে সঠিক পথে আসার আহ্বান চীনের

CMGPublished: 2024-11-16 15:52:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিপাইনকে সংলাপ ও পরামর্শের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের বিরোধ সমাধানের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমনটা জানিয়েছেন।

ফিলিপাইনের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র চাং সিয়াওকাং বলেছেন, ফিলিপাইনের উচিত অবিলম্বে মিথ্যা বর্ণনা ছড়ানো বন্ধ করা এবং বিরোধকে জটিল করতে পারে এমন কোনও একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকা।

চাং বলেন, ফিলিপাইন বহিরাগত দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ চীন সাগরে ঘন ঘন সামরিক মহড়া চালিয়েছে, এলাকার শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করেছে এবং এই অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষুণ্ন করেছে।

ফিলিপাইন পক্ষ দক্ষিণ চীন সাগরে অবৈধ সালিসী সিদ্ধান্তকে পোক্ত করার চেষ্টা করেছিল বলৈও জানান চাং। তিনি বলেন, এ ধরনের কাজগুলো দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার লঙ্ঘন করে এবং অন্যান্য দেশের নৌচলাচলের অধিকারেরও ক্ষতি করে। চীন এসবের দৃঢ় বিরোধিতা করে বলে যোগ করেন তিনি।

চাং বলেন, চীনের সামরিক বাহিনী আঞ্চলিক সার্বভৌমত্ব, সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা, উস্কানি দমন এবং দক্ষিণ চীন সাগরে শান্তি রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।

ফয়সল/শুভ

Share this story on

Messenger Pinterest LinkedIn