বাংলা

চীন-ইউরোপে এক লাখতম মালবাহী ট্রেন ট্রিপ সম্পন্ন

CMGPublished: 2024-11-16 15:49:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং পৌরসভা থেকে শুক্রবার জার্মানির ডুইসবার্গের পথে যাত্রা করে একটি মালবাহী ট্রেন। ২০১১ সালে আন্তঃসীমান্ত মালবাহী ট্রেন পরিষেবা চালুর পর থেকে এটি ছিল এক লাখতম চীন-ইউরোপ মালবাহী ট্রেন ট্রিপ। শুক্রবার চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

কোম্পানি জানিয়েছে, গত ১৩ বছরে চীন-ইউরোপ মালবাহী ট্রেনগুলো মোট ১ কোটি ১০ লাখ বিশ-ফুট সমতুল্য ইউনিট (টিইইউ) পণ্য প্রেরণ করেছে, যার মূল্য ৪২০ বিলিয়ন ডলারেরও বেশি।

এই বছরের শুরু থেকে ১৭ হাজারেরও বেশি চীন-ইউরোপ মালবাহী ট্রেন-ট্রিপ সম্পন্ন হয়েছে, যা গত বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। মার্চ থেকে টানা আট মাস ধরে মালবাহী ট্রেন-ট্রিপ প্রতিমাসে ১৬০০ এর বেশি ছিল।

চীন-ইউরোপ মালবাহী ট্রেন এখন প্রায় ৫০ হাজার ধরনের পণ্য পরিবহন করে। এর বার্ষিক মূল্য ২০১৬ সালে ৮ বিলিয়ন ডলার থেকে নাটকীয়ভাবে বেড়ে ৫৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়য়েছে।

চীনের রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ৯৩টি নির্ধারিত চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস রুট রয়েছে, যাতে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলছে। এ নেটওয়ার্ক চীনের ১২৫টি শহরকে সংযুক্ত করছে। পরিষেবাটি ইউরোপের ২৫টি দেশের ২২৭টি শহরে এবং এশিয়ার ১১টি দেশের শতাধিক শহরে পৌঁছেছে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn