‘হাইড্রোজেন শক্তিতে নেতৃত্ব দিচ্ছে চীন’
নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে চীন। আজারবাইজানের বাকুতে চলমান কপ-২৯ সম্মেলনে এমনটা বলেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক চীনা প্রতিনিধিদলের প্রধান এবং চীনের বাস্তুতন্ত্র ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী চাও ইংমিন।
সম্মেলনে চাও বলেছেন, বিশ্বব্যাপী শক্তির উৎস পরিবর্তনে অন্যতম সহায়ক উপাদান এখন হাইড্রোজেন। এটি পরিচ্ছন্ন, কম-কার্বন নির্গমন, নিরাপদ ও দক্ষ শক্তি ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।
হাইড্রোজেনের ওপর একটি ইভেন্টে ভাষণ দিতে গিয়ে চাও উল্লেখ করেন, চীন সরকারের পক্ষ থেকে হাইড্রোজেনের প্রসারে ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। কারণ, চীন তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে এবং ২০৬০ সালের মধ্যে দেশটি কার্বন নিরপেক্ষ হওয়ার আশা রাখে।
২০২২ সালে চীন সরকার হাইড্রোজেন শক্তির বিকাশে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়। ওই সময় হাইড্রোজেন গ্যাসকে জাতীয় শক্তি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্থান দেওয়া হয়।
পরিকল্পনা অনুসারে, চীন নবায়নযোগ্য উৎস থেকে হাইড্রোজেন উৎপাদনের পরিমাণ বছরে এক লাখ টন থেকে দুই লাখ টনে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বছরে এখন চীন হাইড্রোজেন উৎপাদন করছে ৩ কোটি ৫৫ লাখ টন, যা বিশ্বের মোট উৎপাদনের ৪০ শতাংশ।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং জাতীয় জ্বালানি প্রশাসনের যৌথভাবে প্রকাশিত ওই পরিকল্পনায় বলা হয়েছে, হাইড্রোজেন উৎপাদন এ গতিতে এগোতে থাকলে বছরে ১০ লাখ থেকে ২০ লাখ টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমবে চীনে।
উপমন্ত্রী বলেন, চীনা আইনপ্রণেতারা গত ৮ নভেম্বর দেশের প্রথম জ্বালানি আইন পাস করেন। ওই আইনে আনুষ্ঠানিকভাবে হাইড্রোজেনকে প্রথাগত শক্তির উৎসগুলোর সঙ্গে একই কাতারে রাখা হয়েছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: চায়না ডেইলি