তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের
নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রকে অবিলম্বে চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং এ কথা বলেন।
মুখপাত্র চাং সিয়াওকাং তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাইমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) ইউনিট সরবরাহের পাশাপাশি তাইওয়ানে থাকা সেনাদের অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
তাইওয়ানের বাসিন্দাদের স্বার্থ ক্ষুণ্ন করা এবং তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার জন্য বহিরাগত সমর্থন চাওয়ার চেষ্টা করার জন্যও ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষকে দায়ী করেছেন মুখপাত্র চাং।
তিনি বলেন, এই ধরনের আচরণ তাইওয়ানকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেবে এবং পিপলস লিবারেশন আর্মি দৃঢ়ভাবে বহিরাগত শক্তির হস্তক্ষেপকে ব্যর্থ করতে যুদ্ধ-প্রস্তুতি শক্তিশালী করবে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন