‘বাংলাদেশের মানুষের দয়া ও আন্তরিকতায় আমি মুগ্ধ’- লি শাওফেং, চাইনিজ কালচারাল কাউন্সেলর
ঢাকা, নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের লায়ন ডান্স ও বাংলার লোকজ নৃত্য সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে তুলে ধরেছে চীন ও বাংলাদেশের দৃঢ় বন্ধুত্বকে। ‘বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও দয়ায় আমি মুগ্ধ। দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতে আরও এগিয়ে যাবে’ সিএমজি বাংলাকে এমন কথাই বললেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং।
শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে হ্যালো চায়না শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
অনুষ্ঠানটির সহআয়োজক ছিল ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের ঢাকা অফিস।
প্রতিযোগিতায় অংশ নেয়া সাত শতাধিক শিশুর সবাই মেডেল ও সার্টিফিকেট পায়। চারটি গ্রুপে সেরা বারোজন শিশুর হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার। ডি গ্রুপে প্রথম হয়ে ল্যাপটপ পুরস্কার পায় মিথিলা ভৌমিক।
সিএমজি বাংলাকে মিথিলা বলে পুরস্কার পেয়ে তার ভালো লাগার কথা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালচারাল কাউন্সেলর লি শাওফেং, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট আ স ম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজওয়ান উজ জামান।
অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোরদের মুগ্ধ করে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা।
শান্তা/ফয়সল