মহাকাশ স্টেশনে জেব্রাফিশের পরীক্ষায় রেকর্ড চীনের
মহাকাশ স্টেশনে মেরুদণ্ডী প্রাণীর দীর্ঘমেয়াদি টিকে থাকার বিষয়টি নিয়ে দরকারি তথ্য চীনের হাতে আছে বলে জানিয়েছেন আইএইচবি-এর গবেষক সুন ইয়ংহুয়া। তিনি বলেন, এই অর্জন মহাকাশে আরও জলজ জীববিজ্ঞান এবং ওষুধ গবেষণা চালানোর শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তিও স্থাপন করেছে। ভবিষ্যতে আরও কিছু মেরুদণ্ডী প্রাণী মহাকাশে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে চীনের।
আপাতত মহাকাশ স্টেশন থিয়ানকং থেকে নিয়ে আসা নমুনাগুলো অতি-নিম্ন তাপমাত্রার স্টোরেজ কেসে সংরক্ষণ করা হয়েছে।
চীনে জেব্রাফিশ নিয়ে গবেষণা চালাতে পাঁচ শতাধিক পরীক্ষাগার রয়েছে বলেও জানা গেছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিনহুয়া