বাংলা

স্কিতে মেতেছে পর্যটকরা

CMGPublished: 2024-11-15 19:39:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর অংশে এখন শীত জাঁকিয়ে বসেছে। তুষারপাতও হচ্ছে কোন কোন প্রদেশ ও অঞ্চলে। এরই মধ্যে তুষার ক্রীড়ার প্রতি আগ্রহ বেড়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। হেইলংচিয়াংয়ে শীতকালীন এশিয়ান গেমসকে কেন্দ্র করে পাশের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় জমে উঠেছে শীতকালীন ক্রীড়া। ইনার মঙ্গোলিয়ার আরসান সিটির থাইওয়েই স্কি রিসোর্ট উদ্বোধন করা হয়েছে সম্প্রতি।

স্কি মৌসুমের শুরুতেই এখানে ভিড় জমেছে পর্যটকদের। অনেক পর্যটক স্থানীয় ঐতিহ্যবাহী এথনিক পোশাক পরে স্কি করেন।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn