ভিসামুক্ত নীতির সম্প্রসারণে পর্যটক বেড়েছে চীনে
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক ও দক্ষিণ কোরিয়াসহ ৯টি দেশে ভিসামুক্ত নীতি প্রসারিত করার পরে পর্যটন বেড়েছে চীনজুড়ে।
৮ নভেম্বর থেকে চালু হওয়া নতুন করে পরীক্ষামূলক এ ভিসা-মুক্ত নীতি কার্যকর থাকবে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ভিসা-মুক্ত নীতি সম্প্রসারণের এটি পঞ্চম রাউন্ড।
নতুন নীতির অধীনে পর্যটকদের প্রথম দল মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে পৌঁছেছে। প্রায় দুই মিনিটের মধ্যে, দক্ষিণ কোরিয়া থেকে ১৮৪ জন পর্যটককে প্রবেশের অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়া থেকে লি সাং-সু বলেন, ‘ভিসামুক্ত নীতির কারণে আমি আমার বাবা-মা ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে আসতে পেরেছি।’
পর্যটকদের সুবিধার জন্য উহান কাস্টমস ভাষা সংক্রান্ত সেবাদানে স্বেচ্ছাসেবকও নিযুক্ত করেছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি