আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে চীনের ভাইস প্রিমিয়ারের সাক্ষাৎ
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দেখা করেছেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং, প্রথমে আলিয়েভকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।
তিং উল্লেখ করেছেন, ৩২ বছর আগে চীন এবং আজারবাইজানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস ক্রমাগত শক্তিশালী হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমশ পরিণত হয়েছে।
জুলাই মাসে আস্তানায় তাদের বৈঠকের সময়, প্রেসিডেন্ট সি এবং আলিয়েভ যৌথভাবে চীন-আজারবাইজান সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার ঘোষণা দেন, উল্লেখ করে তিং বলেন, উভয় পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা এবং চীন-আজারবাইজান সম্পর্ক ক্রমাগত উন্নয়নের জন্য চাপ দেওয়া উচিত।
আলিয়েভ প্রেসিডেন্ট সি চিনপিংকে আন্তরিক শুভেচ্ছা পৌছে দিতে তিংকে অনুরোধ জানান। তিনি জোর দিয়ে বলেন, আজারবাইজান এবং চীন সত্যিকারের কৌশলগত অংশীদার যারা ঘন ঘন উচ্চ-পর্যায়ের আদান-প্রদানে নিযুক্ত রয়েছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ক্রমাগতভাবে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, আজারবাইজান চীনের সাথে তার সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব দেয়, সি দ্বারা প্রস্তাবিত প্রধান উদ্যোগগুলোকে সমর্থন করে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ চীনের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে ইচ্ছুক।
শান্তা/ফয়সল