বাংলা

বলপ্রয়োগ করে তাইওয়ানের স্বাধীনতা চাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে: মুখপাত্র

CMGPublished: 2024-11-14 20:18:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান কর্তৃপক্ষের জোর করে স্বাধীনতা চাওয়ার প্রচেষ্টাটি হলো একটি পিঁপড়ের গাছ উপড়ে ফেলার মতো আচরণ এবং এতে করে ওই পিঁপড়া অবধারিতভাবেই ব্যর্থ হয়। চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান বুধবার এক প্রেস কনফারেন্সে এ কথা বলেছেন।

তথাকথিত ‘সমুদ্র সীমান্ত’ সুরক্ষা জোরদারের বিষয়ে তাইওয়ানের আঞ্চলিক নেতা লাই চিং তে’র সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় চু এ মন্তব্য করেন।

চু বলেন, লাই চিং তে কর্তৃপক্ষ 'তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা'র জন্য বিচ্ছিন্নতাবাদী অবস্থানকে একগুঁয়েভাবে আঁকড়ে ধরে আছে। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাতের জন্য প্রস্তুত এবং আন্তঃপ্রণালী সংঘাত বাড়িয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলে তাইওয়ানের স্বার্থ ও মঙ্গলকে ক্ষতিগ্রস্ত করছে।

বল প্রয়োগ করে স্বাধীনতা চাওয়ার কল্পনা ত্যাগ করে এ ধরনের উসকানি বন্ধ করলেই তাইওয়ান প্রণালীতে সত্যিকার অর্থে শান্তি বজায় থাকবে বলে জানান চু ফেংলিয়ান।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn