বাংলা

আবাসন বাজার চাঙ্গা করতে নতুন কর নীতি চীনে

CMGPublished: 2024-11-14 20:25:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: রিয়েল এস্টেট বাজার স্থিতিশীল করতে এবং সেইসঙ্গে এ খাতের বিকাশে নতুন কর নীতি চালু করেছে চীন।

চীনের অর্থ মন্ত্রণালয়, জাতীয় কর প্রশাসন এবং আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের জারি করা যৌথ বিবৃতি অনুসারে সম্পত্তির আকার ১৪০ বর্গমিটারের বেশি না হওয়া পর্যন্ত ১ শতাংশ চুক্তি-কর দিতে হবে চীনের বাড়ি-ক্রেতাদের।

ইতোমধ্যে, যে অঞ্চলগুলোয় সাধারণ এবং সাধারণ নয় এমন আবাসনের মধ্যে পার্থক্য বিলুপ্ত করা হয়েছে, সেখানকার যে বাড়ির মালিকরা দুই বছর বা তার বেশি সময় ধরে একটি সম্পত্তির মালিক হয়েছেন তারা সম্পত্তির ধরন অনুযায়ী বাড়ি বিক্রির সময় মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড় পাবেন বলেও জানানো হয়।

চীনে ১৪৪ বর্গ মিটারের চেয়ে বড় বাড়িগুলোকে বড় আকারের বাড়ি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয় এবং এগুলো বেশি করের হারের সম্মুখীন হয়।

নতুন নীতি একইভাবে সমস্ত অঞ্চলে ভূমি মূল্যায়ন করের ন্যূনতম প্রিপেমেন্টের হার দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমিয়ে দেবে। এতেও রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিছু আর্থিক অসুবিধা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn