বাংলা

লাতিন আমেরিকার সঙ্গে সংহতি বাড়াতে চায় চীন

CMGPublished: 2024-11-14 20:17:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে চীন সংহতি ও সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে এবং উভয় পক্ষের জনগণকে পূর্ণতার শক্তিশালী অনুভূতি প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

এই বছরের চীন আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই’তে একটি প্রেস ব্রিফিংয়ে পেরুর খেলনা শিল্পের প্রশংসা করতে গিয়ে এসব কথা বলেন লিন।

লিন বলেন, চীন ও লাতিন আমেরিকা পারস্পরিক সহযোগিতায় প্রধান জীবিকার প্রকল্পগুলোয় সবসময় অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, চীনের নির্মিত বেলো মন্টে ইউএইচভি ট্রান্সমিশন প্রকল্প ব্রাজিলের উত্তর ও দক্ষিণে সংযোগকারী একটি ‘বিদ্যুৎ এক্সপ্রেসওয়ে’ তৈরি করেছে, যার ফলে শুধু শিল্প কেন্দ্রগুলোয় বিদ্যুৎ যায়নি, বরং ২ কোটি ২০ লাখেরও বেশি ব্রাজিলিয়ানদের বিদ্যুতের ঘাটতি সমস্যার সমাধান করেছে।

লাতিন আমেরিকায় বেশকিছু ছোট ও সুন্দর জীবিকা প্রকল্পও বাস্তবায়ন করেছে চীন। উদাহরণ দিয়ে লিন বলেন, কোস্টারিকার দুটি শহরে চীনা সহায়তায় নির্মিত পানি সরবরাহ প্রকল্পের কথা, যা স্থানীয় জনগণ ও অর্থনীতির উপকার করেছে।

চীন আন্তরিকতা, বাস্তব ফলাফল ও অভিন্ন স্বার্থ অনুসরণ করে জনগণের জীবিকার ওপর ফোকাস করবে এবং লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্কে অগ্রাধিকার দেবে বলে জানান লিন।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn