বাংলা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অটল থাকবে চীন: ভাইস প্রিমিয়ার

CMGPublished: 2024-11-14 20:16:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনকে সক্রিয়ভাবে মোকাবিলায় চীনের সংকল্প ও পদক্ষেপে একচুল নড়চড় হবে না। বুধবার এ কথা বলেছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং।

জলবায়ু নিয়ে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (কপ-২৯)-এর ২৯তম অধিবেশনের সাইডলাইন বৈঠক চলাকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বিশেষ প্রতিনিধি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং।

তিং বলেন, চীন দৃঢ়ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের জাতীয় কৌশল নির্ধারণ করে এবং প্রবৃদ্ধি অর্জনের জন্য পরিবেশবান্ধব উন্নয়নকেই মূল ক্ষেত্র বিবেচনা করে।

২০৬০ সালের আগে কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য চীনের প্রতিশ্রুতিটি গুরুতর বলে জানান তিং। তার মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার চাবিকাঠি মূলত ব্যবহারিক পদক্ষেপের মধ্যে নিহিত, এবং চীন সবসময় এ ক্ষেত্রে কথায় ও কাজে মিল রেখেছে।

আন্তর্জাতিক পরিস্থিতি বা অন্যান্য দেশের নীতির পরিবর্তন যাই হোক না কেন, জলবায়ু পরিবর্তনকে সক্রিয়ভাবে মোকাবিলায় চীনের সংকল্প অটল থাকবে বলে উল্লেখ করেছেন তিং।

তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে বহুপাক্ষিকতাকে সমর্থন করে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকেও সমর্থন করে।

তিনি আরও বলেছেন, চীন ব্যবহারিক ও উন্মুক্ত সংলাপে জড়িত হওয়ার জন্য, একতরফাবাদ প্রত্যাখ্যান করতে এবং কপ-২৯-এ ইতিবাচক ফলাফলের জন্য সব পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

জাতিসংঘ ও এর ‘দ্বৈত কার্বন’ লক্ষ্যগুলোর প্রতি চীনের প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করে জাতিসংঘের প্রতি দীর্ঘস্থায়ী শক্তিশালী সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান গুতেরেস।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn